শিরোনাম
শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হত্যাসহ ১১ মামলার আসামিকে মনোনয়নের আবেদন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারটি হত্যাসহ ১১ মামলার আসামি ছানাউল্লাহকে আওয়ামী লীগের নৌকার দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে নাম পাঠানো হয়েছে। সূত্রমতে, ছানাউল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মেঘনা থানায় হত্যাসহ ৯টি ও সোনারগাঁ থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে চালিভাঙ্গা গ্রামে আবদুল্লাহ হত্যা, হাবু হত্যা, হানিফা হত্যা ও জহির হত্যাসহ চাঁদাবাজি, চুরি, বালু দস্যুতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি কয়েকটি মামলায় প্রায় দুই বছর জেলও খেটেছেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আবদুল লতিফ সরকার বলেন, ‘ছানাউল্লাহর বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। সে জনপ্রতিনিধি হলে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে।’ মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রতন শিকদার বলেন, ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সুপারিশের কারণে তার নাম কেন্দ্রে পাঠাতে হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ছানাউল্লাহ বলেন, আমরা চর এলাকার মানুষ। বাপ-চাচারা টেঁটা বল্লম নিয়ে প্রায় সময় মারামারি করতেন। আমাদেরও অংশ নিতে হতো। আমার বিরুদ্ধে ১০/১২টি মামলা আছে। তার অধিকাংশ বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। আমি সব মামলায় জামিনে রয়েছি।

মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, ছানাউল্লাহর বিরুদ্ধে কিছু মামলা রয়েছে। মামলাগুলোর হাজিরা দিচ্ছে বলে জেনেছি।

সর্বশেষ খবর