শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শ্রমিক ছাঁটাই, নির্যাতন, হয়রানি বন্ধ করা এবং ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, শ্রমিক নেতা নূর ইসলাম আক্তার, প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল ও রাসেল গার্মেন্টসের নারী শ্রমিক মাছুমা বেগম প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, করোনার দুঃসময়ে গার্মেন্ট শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় উৎপাদন চালিয়ে গিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে। মালিকদের প্রচুর মুনাফা করে দিয়েছে। প্রতিদানে মালিকরা শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দেয়নি। উল্টো ছাঁটাই-নির্যাতন ও হয়রানি করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। দৈনিক কর্মঘণ্টার কোনো সীমা নেই, সাপ্তাহিক ছুটির দিনেও শ্রমিকদের ওভারটাইম কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর