শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় দ্বৈত মানব মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দ্বৈত মানব মঞ্চস্থ

চন্দ্রকলা থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ভিন্নধর্মী গল্পের নাটক ‘দ্বৈত মানব’। গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিন গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। রচনা ও নির্দেশনায় ছিলেন এইচ আর অনীক।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মাহমুদুল হাসান মাসুম, এস এম অঙ্গন, এইচ আর অনীক, বাঁধন, শুভ, নাহিয়ান প্রমুখ। একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নৃত্যনাট্য ‘ব্যাটল অব বাংলাদেশ’ পরিবেশন করে বাংলাদেশ ব্যালে ট্রুপ আর পরীক্ষণ থিয়েটার হলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি পরিবেশন করে নাটক ‘রাজনীতির কবি’। অন্যদিকে সন্ধ্যা ৭টায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘চল এগিয়ে যাই’ শিরোনামে আবৃত্তি পরিবেশন করে বাচিক সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র আর নৃত্যনাট্য ‘চন্ডালিকা’ পরিবেশন করে নাচের দল স্পন্দন। এর আগে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে পথনাটক ‘রঙ্গপীঠ’ পরিবেশন করে গাজীপুরের মুক্তমঞ্চ, দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রজন্ম কণ্ঠ, দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন উজান আর দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যজন। প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’ : স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো ‘বধ্যভূমিতে একদিন’ নামের প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন কাওসার চৌধুরী।

সর্বশেষ খবর