শিরোনাম
রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় অবদান রাখায় সংশপ্তককে সম্মাননা দিল বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় অবদান রাখায় সংশপ্তককে সম্মাননা দিল বাংলাদেশ প্রতিদিন

করোনা মোকাবিলায় অবদান রাখায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক টিম ‘সংশপ্তক’কে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক একুশে পদকপ্রাপ্ত লেখক ইডব্লিউএমজিএল পরিচালক ইমদাদুল হক মিলন সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশপ্তক টিমের সমন্বয়ক জহিরুল ইসলামসহ স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। ইমদাদুল হক মিলন বক্তব্যে বলেন, নানা ইতিবাচক কাজের কারণে সম্পাদক নঈম নিজাম জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি একজন অবহেলিত মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে তাকে ঘর উপহার দিয়েছেন। করোনার এই সময়ে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় সে সময় সংশপ্তক টিমের সদস্যরা নিজেদের জীবন উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়েছে। করোনার সময় মাস্ক বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালনা করেছ তোমরা। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে তাকে মানুষ বলা যায় না। তোমরা করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ। কারণ তোমরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছ।

বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসা সবার দায়িত্ব। কিন্তু সবাই এ দায়িত্ব পালন করতে পারেন না। এ সংগঠনের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। তোমরা অনেকে করোনার মধ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছ, কিন্তু তোমাদের কাজ থেমে থাকেনি। তোমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে খাবার পৌঁছে দেওয়া, চিকিৎসাসামগ্রী সরবরাহ করা, অক্সিজেন সেবা দেওয়াসহ বিভিন্ন কাজ করেছ। এটি একটি বড় ব্যাপার ছিল। এজন্য তোমাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সংশপ্তকের সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ শুরুর পর মানুষ যখন ঘর থেকে বের হয়নি তখন আমরা বাড়ি বাড়ি পৌঁছে মানুষকে খাবার দিয়েছি, তাদের নানা পরামর্শ দিয়েছি। মাস্ক বিতরণ থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, স্বাস্থ্য পরামর্শ দেওয়া ছাড়াও অনেক কার্যক্রম পরিচালনা করেছি। এ ছাড়া আড়াই শতাধিক কর্মহীনের মধ্যে খাবার বিতরণ, রমজানে ইফতারি-সাহরি বিতরণ, স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করা ছাড়াও নানা কর্মকান্ড করেছে সংশপ্তক। সম্প্রতি আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে অক্সিজেনসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে এ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর