রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুর্গাপূজার জমজমাট কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজার জমজমাট কেনাকাটা

শরতের কাশফুল, স্বচ্ছ নীল আকাশে ধবল মেঘের ভেলা জানান দেয় দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। বাড়িতে চলছে নাড়ু, মুড়ি, মুরকিতে গুড়ের কড়া পাক আর শপিংমল, দোকানপাটে চলছে জমজমাট কেনাকাটা। আগামীকাল ষষ্টিপূজার মধ্যদিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের সূচনা। উৎসবে পরিবার, আত্মীয়-স্বজনের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা। নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে শিশু-কিশোররা নিজের পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন দোকানে। পূজায় যারা ঢাকার বাইরে যাবেন তারা দ্রুত শেষ করছেন কেনাকাটা। উৎসব সামনে রেখে চলছে জমজমাট কেনাকাটা। ঢাকার প্রায় সব শপিং মলেই এখন বাড়তি ভিড়। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, চাঁদনী চক, মেট্রো শপিংমল, অরচার্ড পয়েন্ট, ইস্টার্ন প্লাজা, এলিফ্যান্ট রোড, প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্স, রাপা প্লাজাসহ কয়েকটি শপিং মলে সরেজমিন দেখা যায়, প্রত্যেকটিতেই চলছে পূজার কেনাকাটা। গতকাল বসুন্ধরা সিটি শপিংমল ঘুরে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। নিচতলায় শিশুদের দোকানগুলোতে চলছে কেনাবেচা। শিশুদের পোশাকের মধ্যে রয়েছে থ্রি-কোয়ার্টার, ফোর-কোয়ার্টার, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, ফ্রক, টপস, স্কার্টসহ বিভিন্ন ধরনের পোশাক। পূজা এলে তরুণদের মধ্যে পাঞ্জাবি কেনার শখ দেখা যায়। কেনাকাটা করতে আসা কলাবাগান এলাকার বাসিন্দা সঞ্জয় রায় বলেন, শার্ট কিংবা গেঞ্জি কিনলেও অষ্টমী পূজায় পরার জন্য একটি পাঞ্জাবি হলে ভালো হয়। বছরে অন্য সময় পাঞ্জাবি তেমন একটা কেনা হয় না। পাঞ্জাবির সঙ্গে একটা শার্ট কিনেছি। এবার পূজার সময়ে বেশ গরম আর বৃষ্টির রেশ থাকার পূর্বাভাসে গাঢ় রঙের শাড়ি পছন্দ করছেন নারীরা। তবে অনেকেই পূজায় চওড়া পাড়ের লাল গরদের শাড়ি কিনতে পছন্দ করেন।

এ ছাড়া জামদানি, বেনারসি, কাতান, সুতি শাড়ির নানা ডিজাইন সাজানো রয়েছে দোকানগুলোতে। শাড়ি কর্নারের বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এবার পূজার বাজার খানিকটা চাঙ্গা। ক্রেতা সমাগম বেশ ভালোই। গতদিনে বেচাবিক্রি বেশি হয়েছে। ধানমন্ডি হকার্স মার্কেটের শাড়ির দোকানগুলোতে ক্রেতাদের পদচারণায় মুখোর। চলছে দামাদামি এবং কেনাকাটা। বাড্ডা এলাকার বাসিন্দা রীনা সাহা বলেন, এবার পোশাকের দাম বেশি চাইছেন বিক্রেতারা। এ জন্য পোশাক নিতে দরকষাকষি করতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর