রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কলাবাগান মাঠে পূজার অনুমতি চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কলাবাগান মাঠে শারদীয় দুর্গা পূজার অনুমতি চেয়ে মানববন্ধন করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। গতকাল বিকাল ৩টায় কলাবাগান মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে কলাবাগান মাঠে দুর্গা পূজার আয়োজন করে আসছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনুমতি দেয় নি।

পূজা করতে না পারা সাম্প্রদায়িক অমঙ্গলের বার্তা দেয়। পূজা উদযাপনের অনুমতি না মিললে আজ বিকাল ৪ টায় আবারও মানববন্ধন করা হবে বলে জানানো হয়। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি জয়ন্ত সেন দিপু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর