রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিশুদের টিকা শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। এ ছাড়া মার্চ-এপ্রিল বা তারও আগে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের টিকা সম্পন্ন হবে। অল্প কিছু দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছরের শিশুদের টিকা দেওয়া শুরু হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থ্যা থেকে বিনামূল্যে দ্বিগুণ টিকা দিতে চাচ্ছে। তারা আমাদের দেশে টিকা উৎপাদনে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে। এ সময়ে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে পূজার আনন্দ করতে হবে। আনন্দ যেন কষ্টের কারণ না হয়। সতর্ক থাকতে হবে আমরা যেন সংক্রমিত না হই। গতকাল দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলার দুর্গাপূজামন্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় ১৭৬টি দুর্গাপূজামন্ডপের জন্য ৫০০ কেজি করে চালের ডিও লেটার হস্তান্তর করেন। জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বাণ পালসহ ১৭৬টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর