সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চীন বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার

নিজস্ব প্রতিবেদক

চীন বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী কভিড-১৯ এর সময়ও বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখার জন্য সহযোগিতা করেছে দেশটি। গতকাল রাজধানীর ইআরএফ কনফারেন্স রুমে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটারেল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিসিসিসিআইর প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, ইআরএফ প্রেসিডেন্ট শারমিন রিনভি, ইআরএফ-এর জেনারেল সেক্রেটারি এস এম রাশেদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর