সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গতকাল নির্ধারিত দিনে সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় ২২ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিকে একই সঙ্গে মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে খুলনা জেলা কারাগার থেকে মামুনুল হককে আদালতে আনা হয়। জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেফতার যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকারবিরোধী স্লোগান দিয়ে জামায়াতে ইসলামী, বিএনপি ও হেফাজতে ইসলামসহ ১২ দলের সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি নগরীর ডাকবাংলা ও ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছিল। গোবরচাকা ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলের মধ্য থেকে পুলিশের ওপর ককটেল ও বোমা নিক্ষেপ করা হয়। নিক্ষিপ্ত বোমার আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি করে। পরে সেখান থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় মহানগর ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকসহ ২৬ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক আলমগীর কবীর বাদী হয়ে মামলা করেন, যার নম্বর ২৩।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর