শিরোনাম
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাই কোর্টে হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টে হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। জামিন আবেদনের বিষয়টি গতকাল জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা প্রায় সব মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলে তিনি মুক্তি পাবেন। এ কারণে এ মামলায় জামিন চেয়ে গত সপ্তাহে হাই কোর্টে আবেদন করেছি। মঙ্গলবার আবেদনটি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। চাকরিজীবী লীগ দিয়ে আলোচনায় আসা হেলেনা জাহাঙ্গীরের নামে গত ৩০ জুলাই গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এর আগে গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণার মামলা এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে মামলা হয়। এসব মামলায় হেলেনা জাহাঙ্গীরকে বেশ কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

 

সর্বশেষ খবর