শিরোনাম
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কৃষিপণ্য রপ্তানি ২ বিলিয়ন ডলার হবে

নিজস্ব প্রতিবেদক

কৃষিপণ্য রপ্তানি ২ বিলিয়ন ডলার হবে

কৃষিমন্ত্রী  ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছরে কৃষিপণ্যের রপ্তানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে একটি রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। দেশের শাকসবজি, আলু ও ফলমূল রপ্তানির সম্ভাবনা অনেক। বিভিন্ন ফসল ও খাদ্যে দেশ এখন উদ্বৃত্ত। এ উদ্বৃত্ত ফসল আমরা রপ্তানি করতে চাই। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ প্রমুখ।

 

সর্বশেষ খবর