মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

রাজশাহীতে ১১ শিক্ষকের নামে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল আধিকারী এ পরোয়ানা জারি করেন। ২০১৮ সালের ১৯ আগস্ট গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানকে মারপিটের অভিযোগে ১১ শিক্ষককে আসামি করে মামলাটি দায়ের করা হয়। অধ্যক্ষ নিজেই ওই মামলার বাদী। মামলার বাদীপক্ষের আইনজীবী আজিমুশসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন, গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ উমরুল হক, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ বি এম কামারুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাইনুস আলী, দর্শন বিভাগের মাইনুল ইসলাম, সমাজ কল্যাণ বিভাগের হান্নান হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, প্রাণিবিজ্ঞান বিভাগের শহীদুল হক, আইসিটি বিভাগের ইউনুস আলী, দর্শন বিভাগের আবদুল করিম ও ব্যাংকিং বীমা বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ আগস্ট বিকালে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে কলেজের সব শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির অন্য সদস্যদের উপস্থিতিতে সভা শুরু হয়। সভা চলাকালীন সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭-৮ জন লোক দলবদ্ধভাবে অধ্যক্ষ আবদুর রহমানের ওপর হামলা চালায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আজিমুশসান উজ্জ্বল জানান, এ বিষয়ে অধ্যক্ষ মামলা দায়ের করলে প্রকাশ্য আসামিদের অজ্ঞাত দেখিয়ে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। ওই অভিযোগপত্রের ওপরে মামলার বাদীপক্ষের আইনজীবী আদালতে নারাজির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে। পরে পিবিআই তদন্ত রিপোর্ট জমা দিলে আদালত অভিযুক্ত ১১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সর্বশেষ খবর