মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

নিজ সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী। এর আগে স্ত্রী নুরজাহান আকতার কলিকে ঘরে তালাবন্দী রেখে নিজের শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে স্বামী আরাফাতুল ইসলাম মোর্শেদের বিরুদ্ধে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ মামলা করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, যৌতুকের জন্য অনেক ধরনের নির্যাতনের কথা আগে শুনেছি। কিন্তু স্ত্রীকে ঘরে বন্দী করে দুই মাসের শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টার ঘটনা আগে কখনো শুনিনি। পাষ-  স্বামী দীর্ঘদিন ধরে বেকার থাকায় স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর করত। আর তাতে সায় দিয়ে স্ত্রীর ওপর নির্যাতনে সহায়তা করত শ্বশুরবাড়ির সদস্যরা। আদালত মামলাটি আমলে নিয়েছে এবং খুলশী থানাকে দ্রততম সময়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, এতিম নুরজাহান আক্তার কলিকে আশপাশের লোকজন ধারদেনা করে টাকা জোগাড় করে বিয়ে দেন খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকার আরাফাতুল ইসলাম মোর্শেদের সঙ্গে। বিয়ের পর থেকেই কলিকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। গর্ভে সন্তান এলে স্বামী এক দিন যৌতুকের দাবিতে সন্তান নষ্ট করে ফেলার উদ্যোগ নেন। স্ত্রী রাজি না হওয়ায় তার ওপর নির্যাতন নেমে আসে। ৯৯৯-এ ফোন করে তখন বেঁচে যান ওই নারীসহ তাদের গর্ভের সন্তান। সামাজিকভাবে বিচারে স্ত্রীর ওপর আর নির্যাতন হবে না বলে প্রতিশ্রুতি দিলে বেকার স্বামী মোর্শেদ প্রায়ই স্ত্রীকে মারধর করত।

গত ১০ জুলাই গর্ভের সন্তান ইয়াসিন পৃথিবীর আলো দেখলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

সর্বশেষ খবর