মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।  জানা গেছে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষকরা। পরে এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় শিক্ষকরা শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে বসে পড়েন। প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সমন্বয়ক আরিফুর রহমান অপু বলেন, ‘২০০৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয় নীতিমালা প্রণয়ন করা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। দেশের বিভিন্ন বিদ্যালয় এমপিওভুক্ত হলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো বঞ্চিত হয়ে আসছে। আর বঞ্চিত হতে চাই না, আমরা এমপিওভুক্তি চাই’।

আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে আরও রয়েছে- প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী স্বীকৃতি ও এমপিওভুক্ত করতে হবে, নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা দিতে হবে, সব বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করতে হবে, বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র/ছাত্রী উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে হবে।

সর্বশেষ খবর