বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ভাসানচরে ইউএনএইচসিআর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল করেছে সাধারণ রোহিঙ্গারা -বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল করেছে সাধারণ রোহিঙ্গারা। গতকাল সকাল ১০টায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-২ ইস্টে ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে সাধারণ রোহিঙ্গারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র‌্যালি বের করে। এ সময় কয়েক শত রোহিঙ্গা উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়াতে সেখানে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, যার ফলে ভাসানচরে অবস্থানরত তাদের আত্মীয়-স্বজন আরও সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। তারা আরও উল্লেখ করেন, স্বতঃস্ফূর্তভাবে আগের তুলনায় অধিক রোহিঙ্গা ভাসানচরে বসবাসের জন্য যেতে আগ্রহী হবে। আনন্দ র‌্যালি শেষে উভয় ক্যাম্পেই রোহিঙ্গারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর