বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ

চার্জগঠন হয়নি চাঁদাবাজি ও ছিনতাই মামলার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আসামিদের অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের পর চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলায় চার্জগঠন হয়নি। অব্যাহতি আবেদনের শুনানি শেষে মামলার চার্জগঠন হবে বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম। গতকাল দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশের দায়ের করা ছিনতাই ও চাঁদাবাজির মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল। ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাইদা খানম জানান, মামলার প্রধান আসামি সাইফুর রহমানের আইনজীবী ওই মামলা থেকে তার মক্কেলকে অব্যাহতি দানের আবেদন করলে বিচারক মোহিতুল হক আবেদনটি শুনানির জন্য রেখে দেন। ফলে চার্জগঠন হয়নি। কারাগার থেকে আদালতে আসামিদের নিয়ে আসা হলেও বিচারকের সামনে হাজির করা হয়নি। গত বছরের ৩ ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগকর্মী সাইফুরসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর মধ্যে ধর্ষণ মামলার অভিযোগপত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং চাঁদা দাবি ও গাড়ি ছিনতাই মামলার অভিযোগপত্রটি মহানগর দায়রা জজ আদালতে জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে অভিযুক্ত আট আসামির মধ্যে ছয়জনকে ধর্ষণে সরাসরি জড়িত আরও দুজনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর