বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

যে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাক্সিক্ষত ঘটনাবলি নিয়ে আলোচনার পর ব্যবস্থাপনা কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যে কোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। সভায় আলোচনা সভা, সেমিনারের নামে জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদসহ কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, গত ১০ অক্টোবর বিএনপির একটি অঙ্গ সংগঠনের নামে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়াম ভাড়া করে সমাবেশ করে বিএনপি। সেখানে ভিডিও কনফারেন্সে একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্ত করা হয়। সেদিন অনেক বেশি সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে সদস্যদের ক্লাবে প্রবেশে হেনস্তা হতে হয়। একই সঙ্গে ওই সভাটিকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বলেও প্রচার চালানো হয়। পরে বিষয়টি নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

সর্বশেষ খবর