বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাপানি প্রযুক্তিতে উন্নয়ন হবে জীবনমানের

নিজস্ব প্রতিবেদক

জাপানি প্রযুক্তিতে উন্নয়ন হবে জীবনমানের

জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকেশি শাহেকি, আইসি নেট লিমিটেডের প্রেসিডেন্ট কেনজি মমতা ও সিএনআরএস এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোখলেসুর রহমান সভার কার্যবিবরণীতে স্বাক্ষর করেন -বিজ্ঞপ্তি

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকেশি শাহেকি, আইসি নেট লিমিটেডের প্রেসিডেন্ট কেনজি মমতা ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোখলেসুর রহমান একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সভার কার্যবিবরণীতে স্বাক্ষর করেছেন। ‘লাইভলিহুড ইমপ্রুভমেন্ট ফর এনহান্স রেসিলিয়েন্স ইন হোস্ট কমিউনিটিজ ইন কক্সবাজার (লাইফ)’ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে জাইকার অংশীদারিতে। রাজধানীর বনানীতে সিএনআরএস কার্যালয়ে এ কার্যবিবরণী স্বাক্ষরিত হয়। প্রকল্পের উদ্দেশ্য কক্সবাজারে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের আগমনের কারণে সংকটে থাকা স্থানীয়দের সহনশীলতা বাড়িয়ে জীবনমান উন্নত করা। মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সাল থেকে বিপুলসংখ্যক মানুষের আগমনে কক্সবাজারে খাবারের চাহিদা এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যমূল্য চলে গেছে নাগালের বাইরে। আর এ কারণে খাদ্য সংকটে ভুগছেন স্থানীয়রা। এসব সমস্যা স্থানীয়দের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থা থেকে বেরিয়ে আসতে তাদের সাহায্যের প্রয়োজন। এ সমস্যা মোকাবিলায় কাজ করবে এ প্রকল্প। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থানীয় পরিবারগুলোকে সক্ষম করে তুলতে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর