শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকার ৩৫ পাখি

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকার ৩৫ পাখি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে পশ্চিম আফ্রিকার দুটি জাতের ৩৫টি পাখি। এর মধ্যে ৩০টি পাখি সুস্থ রয়েছে। সেনেগাল থেকে আনা এ পাখিগুলোকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালাসের অনুমতি না দেওয়ায় সেগুলোকে ওই পার্কে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সোমবার দিবাগত রাতে পাখিগুলো পার্কে আনা হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের মাধ্যমে এ পার্কে পাখিগুলো আনা হয়েছে। জীবাণু ঝুঁকি এড়াতে আমদানি করা পাখিগুলো পার্কের ভিতরেই কোয়ারেন্টিনে রাখা হয়। ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান সম্প্রতি ২ হাজারের বেশি পাখি আমদানি করে। এর মধ্যে ৫৮টি পাখির অনাপত্তি সনদ না থাকায় সেগুলো হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর খালাসের অনুমতি দেয়নি। কাস্টমসের তত্ত্বাবধানে থাকাকালে প্রচ  গরম ও হঠাৎ প্রতিকূল পরিবেশের কারণে প্রায় অর্ধেক সংখ্যক পাখি মারা গেছে। তবে পার্কে আনার পর ৩০টি পাখি সুস্থ রয়েছে। পার্ক সূত্র জানায়, পাখিগুলোর মধ্যে ওয়েস্টার্ন প্লেইনটেইন ইটার ও গ্রিন ক্রিস্টেড টুরাকো জাতের পাখি রয়েছে। ওয়েস্টার্ন প্লেইনটেইন ইটার জাতের পাখিগুলো গ্রীষ্মম লীয় পশ্চিম আফ্রিকার উন্মুক্ত উডল্যান্ড আবাসস্থলের আবাসিক প্রজননকারী। এগুলো দুই বা তিনটি ডিম পাড়ে। এদের লেজ কমপক্ষে ৫০ সেমি. লম্বা হয়ে থাকে। এ প্রজাতির পাখিগুলো বিশেষ করে ডুমুর, বীজ এবং অন্যান্য উদ্ভিজ্জ খেয়ে থাকে। পশ্চিম আফ্রিকায় এরা খুব পরিচিত।

অপরদিকে, গ্রিন ক্রিস্টেড টুরাকো গ্রীষ্মম লীয় পশ্চিম আফ্রিকা বনের পাখি। এ পাখিগুলো উজ্জ্বল সবুজ এবং নীল। চোখের চারপাশ লাল এবং সাদা বর্ণে মোড়ানো। একটি বড় তুরাকো প্রায় ৪০-৪৩ সেমি. লম্বা এবং ওজন ২২৫-২৯০ গ্রাম। এগেুলো রেইন ফরেস্টে বসবাস করতে পছন্দ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর