বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খুলনায় কংক্রিট স্ট্যাম্প দিয়ে ফুটপাথ!

মজবুত না হওয়ায় স্থায়িত্ব নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে নির্মাণাধীন ফুটপাথে টাইলসের বদলে ‘কংক্রিট স্ট্যাম্প’ (হাতে তৈরি প্লাস্টার) লাগানোর সিদ্ধান্ত হয়েছে। তবে তুলনামূলক মজবুত না হওয়ায় কিছুদিনের মধ্যে তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাগরিক নেতারা বলছেন, ‘স্ট্যাম্প কংক্রিট’ বাগান বা লনে ব্যবহার করা হয়। যেখানে ফুটপাথে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করবে সেখানে এটি টেকসই হবে না। এদিকে গতকাল সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সরেজমিনে ফুটপাথে কংক্রিট স্ট্যাম্প নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি মান যাচাই কাজে প্রকৌশলী, কংক্রিট স্ট্যাম্প ও টাইলস নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন। সিটি মেয়র বলেন, যেহেতু খুলনার অনেক সড়কে ফুটপাথে টাইলস বসানো হবে এ কারণে পরীক্ষামূলক এ স্থানে কংক্রিট স্ট্যাম্প লাগানো হচ্ছে। এতে খরচে হেরফের হবে না। শিডিউলে টাইলস ব্যবহারে যে টাকা উল্লেখ আছে, কংক্রিট স্ট্যাম্পে সে টাকাই ব্যয় করা হবে। এদিকে বাংলাদেশ কংক্রিট পেভার অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, এটি কখনই পেভমেন্ট টাইলসের বিকল্প হতে পারে না। যেহেতু কংক্রিট স্ট্যাম্প ঢালাইয়ে ভাইব্রেশন বা পেভ করা সম্ভব নয়, ফলে এটি টাইলসের মতো মজবুত হবে না। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, ‘এর আগে কেডিএ এভিনিউতে ফুটপাথে টাইলস লাগানো হয়েছিল। কিন্তু ব্যবহার শুরুর কিছুদিনের মধ্যে ওই টাইলস ভাঙতে শুরু করে। ওই কাজে অনিয়ম, কম সিমেন্ট ব্যবহার ও টাইলসের প্রটেকশন না রাখার অভিযোগ রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর