বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বর-কনে ওয়াশিংটনে সানাই বাজছে যশোরে

নিজস্ব প্রতিবেদক, যশোর

বর-কনে আছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেখানেই বাংলাদেশ সময় গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে নির্ধারিত ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তাই কনের পক্ষ থেকে দুই দিন ধরে বেজে চলে সানাইয়ের সুর। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয় প্রেস ক্লাব ভবন। বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে এখানেই প্রীতিভোজে অংশ নেন যশোর শহরের গণ্যমান্য ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথি। যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘সামিট গ্রুপ ও সামিট কমিউনিকেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খানের মেয়ে ফারহানা খালেদা খানের সঙ্গে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ছেলে হামদান চৌধুরীর বিয়ে বুধবার রাতে।’ তিনি বলেন, ‘ফরিদ খান যশোর প্রেস ক্লাবের জীবন সদস্য। তাঁর মেয়ের বিয়ে মানে আমাদের মেয়ের বিয়ে। তাই আমরা যশোর প্রেস ক্লাবে কনেপক্ষ হিসেবে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করেছি।’ যশোর প্রেস ক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, ‘সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে আমাদের মেয়ের বিয়ে হচ্ছে। আমরা যেহেতু সরাসরি সে বিয়েতে অংশ নিতে পারছি না সে কারণেই ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের স্বাদটা উপভোগ করছি। সবাই নবদম্পতির জন্য শুভ কামনা জানাচ্ছি।’ পুরো অনুষ্ঠানে বিয়েবাড়ির সব আয়োজনই ছিল। সুদৃশ্য দাওয়াত কার্ডের মাধ্যমে এক সপ্তাহ আগেই যশোর শহরের গণ্যমান্য ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে প্রীতিভোজে অংশ নেওয়া অতিথি সাংবাদিক রাজেক জাহাঙ্গীর বলেন, ‘বিয়ে উপলক্ষে আয়োজিত এ রকম অনুষ্ঠানে এই প্রথমবারের মতো আমি অংশ নিলাম। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমি নবদম্পতির জন্য শুভ কামনা জানাচ্ছি।’ নূর ইসলাম বলেন, ‘এ রকম একটি দাওয়াতে অংশ নিয়ে আমি অভিভূত। সম্ভব হলে আমরা আমেরিকাতেই যেতাম। যেহেতু যেতে পারছি না, দূর থেকেই শুভ কামনা, দোয়া করছি।’ কাজী আশরাফুল আজাদ বলেন, ‘ব্যতিক্রমধর্মী এ বিয়ের আয়োজনে থাকতে পেরে আমি খুবই খুশি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর