বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভাসানচরে তিন রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর উপকূলীয় হাতিয়া উপজেলার মেঘনা ঘেঁষে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে তিন রোহিঙ্গা দালালকে আটক করেছে কোস্টগার্ড। তরা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯), গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) ও আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)। গতকাল দুপুরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪৮ নম্বর ক্লাস্টার থেকে কোস্টগার্ড  ও এপিবিএন সিভিল টিম তাদের আটক করে।  নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটক দালালদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিল বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর