শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে দাখিল শুরু ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়া হবে। এর ভিত্তিতে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তোলা হবে শিশু শিক্ষার্থীদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শিগগিরই প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে বলে সূত্রটি জানায়। তথ্যমতে, সাধারণত প্রতি বছর দুটি সাময়িক পরীক্ষার পর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয় এসব শ্রেণিতে। কিন্তু করোনার কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নেওয়া সম্ভব হয়নি কোনো সাময়িক পরীক্ষা। তাই বার্ষিক পরীক্ষাও আয়োজন করা হবে স্বল্প পরিসরে। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষাও বাতিল হতে পারে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর স্তরভিত্তিক শিখন জ্ঞান যাচাই করে নেওয়া হবে পরীক্ষা। এ ব্যাপারে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

দাখিলের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে ২৪ নভেম্বর  : আগামী ২৪ নভেম্বর থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। একই সময়ে দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহিদ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। কোরআন মাজিদ ও তাজভিদ, বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত বিষয়গুলোতে যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে সব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা হবে দাখিল ষষ্ঠ থেকে দাখিল ১০ম শ্রেণির সিলেবাস। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রিপোর্ট প্রদান করা হবে।

২০২১ শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর