শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বেসরকারি অপারেটর নিয়োগের বিধান মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

বন্দর পরিচালনায় বেসরকারি অপারেটর নিয়োগের বিধান রেখে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। এ আইনের অধীন সংঘটিত অপরাধ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার, বন্দরে মোবাইল কোর্ট পরিচালনাসহ বন্দরের নির্ধারিত টোল, রেট, মাশুল ইত্যাদি ফাঁকি দিলে এক মাসের জেল অথবা ১ লাখ টাকা জরিমানা বা একসঙ্গে উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৫তম বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন। ৩ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করা হয়। উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে প্রণীত ‘দ্য মোংলা পোর্ট অথরিটি অর্ডিন্যান্স-১৯৭৬’ রহিত করে নতুন আইন করতে বিলটি সংসদে আনা হয়েছে। বিলে বন্দর পরিচালনায় বেসরকারি অপারেটর নিয়োগের বিধান সংযোজন করা হয়েছে। আগের আইনে তা ছিল না। বিলে কর্তৃপক্ষের দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক কমিটি গঠনের এবং বন্দরের বিভিন্ন এলাকা ও স্থানকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর