শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পানিবন্দী এক সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গল্প

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

পানিবন্দী এক সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গল্প

বছরের বেশির ভাগ সময়ই পানির নিচে থাকে চট্টগ্রামের সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের আটটি ভবনের নিচতলার কক্ষগুলো -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামের সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের আটটি ভবনের নিচতলার কক্ষগুলো বছরের বেশির ভাগ সময়ই পানির নিচে থাকে। এ জন্য ছয় বছর ধরে বন্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা ও প্রশিক্ষণ। বৃষ্টি হলেই থই থই করে পুরো আঙিনা। নিচু এলাকা হওয়ায় বছরজুড়েই জমে থাকে পানি। ফলে অন্তহীন সমস্যা ও দুর্ভোগের মধ্যেই নামকাওয়াস্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের একমাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটি। কলেজের শহীদ মিনারটিতে ভাষার মাসে ভাষাশহীদদের সম্মান জানানোর সুযোগ থাকে না। প্রতিনিয়তই এটিও থাকে পানির নিচে। আশপাশে উঠেছে ঘাস, জমেছে শেওলা। প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে গত ৬ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর ‘জলাবদ্ধতা কবলিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ’ শীর্ষক একটি চিঠি দেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ।    সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এম নাসিরউদ্দিন মজুমদার বলেন, ‘এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরেই সমস্যাটি প্রতিষ্ঠানের আষ্টেপৃষ্টে জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর