শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জামিন বাতিল : কারাগারে কাউন্সিলর চিত্তরঞ্জন

আদালত প্রতিবেদক

শ্লীলতাহানির মামলায় সবুজবাগ থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত এই আদেশ দেয়। এদিন মামলার ধার্য তারিখ থাকায় কাউন্সিলর চিত্তরঞ্জন আদালতে হাজিরা দিতে আসেন। তিনি তার আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরুর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আনিসুর রহমান, নিয়াজ মোর্শেদ নোমান জামিন বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ১১ সেপ্টেম্বর সবুজবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর কাউন্সিলর চিত্তরঞ্জন দাস আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর