শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের বিকল্প নেই : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানসম্মত পণ্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক  বাজারের চাহিদা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকতে হলে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের বিকল্প নেই। আর এটা বাস্তবায়ন করতে হলে বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। দেশে ও বিদেশে ক্রেতার আস্থা অর্জনের জন্য বিশ্বমানের শিল্প অবকাঠামো গড়ে তুলতে হবে। বিশ্ববাজারে দেশীয় পণ্যের অবাধ প্রবেশের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য উৎপাদন করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, আঞ্চলিক ও জেলা পর্যায়ে বিএসটিআইর ল্যাবরেটরি সম্প্রসারণের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা দ্রুততম সময়ে বাস্তবায়নে কাজ করতে হবে। এসব ল্যাব প্রতিষ্ঠিত হলে বিএসটিআই বিশ্বমানের সংস্থায় রূপান্তরিত হবে। এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, টেকসই উন্নয়নের ওপর সারা বিশ্ব জোর দিয়েছে। আর সেই টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান জোরদার করতে হবে। বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার বলেন, মানসম্পন্ন পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিএসটিআইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর