রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দেশের গড় তুলনায় অর্ধেক বৃষ্টি হয় না রাজশাহীতে

পাঁচ মাসে ১৪৩২ মিলিমিটার বৃষ্টিপাত

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে এ বছরের সাড়ে পাঁচ মাসে ৯২ দিন বৃষ্টিপাত হয়েছে। মে থেকে চলতি অক্টোবর মাসের ১৪ দিনে বৃষ্টিপাত হয়েছে ১ হাজার ৪৩২ দশমিক ৮ মিলিমিটার। যা গত ৩০ বছরের মধ্যে রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। যাকে গ্লোবাল সার্কুলেশন ডিসিএম মডেলের প্রভাব বলে উল্লেখ করেন তারা। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২ হাজার ৫০০ মিলিমিটার। সেই হিসাবে রাজশাহীতে অর্ধেক বৃষ্টিপাতও হয় না। রাজশাহীতে গত ৩০ বছরের বৃষ্টিপাত গড় করা গেলে দেখা যাবে, গড়ে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কখনো বৃষ্টিপাত, কখনো অনাবৃষ্টি। এটা হয়ে থাকে গ্লোবাল সার্কুলেশন ডিসিএম মডেলের প্রভাবে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র ও এস এম রেজাউনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরগুলোর তুলনায় এ বছরের মে থেকে অক্টোবর মাসে বৃষ্টিপাত বেশি হয়েছে। ২০২১ সালের মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ৭৪ দিনে ১ হাজার ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ২০২০ সালে ৫১ দিনে ৯৪৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ২৩ দিন বেশি বৃষ্টিপাত হয়েছে। আর বৃষ্টির হিসাবে ৩০০ দশমিক ৩ মিলিমিটারের কিছু বেশি। আবহাওয়া অফিস সূত্র জানায়, চলতি বছরের সাড়ে পাঁচ মাসের মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ ৪০৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয় ২১ জুলাই। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ১১১ দশমিক ৬ মিলিমিটার। সর্বশেষ চলতি অক্টোবর মাসে ১৬ তারিখ পর্যন্ত দুই দিন বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গত ৪ তারিখে ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ২৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, বাংলাদেশের গড় বৃষ্টিপাত হলো ২ হাজার ৫০০ মিলিমিটার। জাতীয় যে গড় বৃষ্টিপাত হয়, সেই গড় বৃষ্টিপাতের চেয়ে রাজশাহীতে অর্ধেক বৃষ্টিপাতও হয় না। কেননা বরেন্দ্র অঞ্চল হওয়ায় রাজশাহীতে বৃষ্টিপাত কম হয়।

তবে গত দুই বছর থেকে রাজশাহীতে বৃষ্টি একটু বেশি হয়েছে। তার আগের বছরের দিকে রাজশাহীতে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। এর ফলে বরেন্দ্র অঞ্চলে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছিল। সিলেট অঞ্চলে যেমন বছরে গড়ে ৫ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই তুলনায় রাজশাহীতে গড়ে গত ৩০ বছরের বৃষ্টিপাত গড় করা যায়, সেক্ষেত্রে গড়ে ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি বরেন্দ্র অঞ্চলের জন্য খুবই কম।

তিনি আরও বলেন, ‘গ্লোবাল সার্কুলেশনের কারণে বিভিন্ন দেশে কখনো অতিবৃষ্টি, আবার কখনো অনাবৃষ্টি হয়। আমাদের দেশও তার বাইরে নয়। দেশের বিভিন্ন এলাকাতেও একই হিসাব। কোথাও বৃষ্টি কম হচ্ছে। আবার কোথাও একটু বেশি। এটি গ্লোবাল সার্কুলেশন ডিসিএম মডেলের প্রভাবে হয়ে থাকে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর