বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জনশুমারিতে সব প্রতিবন্ধীকে গণনায় আনতে হবে

জনশুমারি নিয়ে কালের কণ্ঠ সাইটসেভার্স গোলটেবিল বৈঠকে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১-এ বাংলাদেশ এবং বিদেশে বসবাসকারীসহ সব প্রতিবন্ধী ব্যক্তিকে গণনায় আনতে হবে। যেন কোনো বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তি এই গণনা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও নীতিমালা ২০১৫ এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার আলোকে পদক্ষেপ নিতে হবে, যেন দেশে ষষ্ঠ জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এবং তাদের প্রতিবন্ধিতার সব ধরনের তথ্য বের হয়ে আসে। গতকাল কালের কণ্ঠের ইডব্লিউএমজিএল সম্মেলন কক্ষে কালের কণ্ঠ ও সাইটসেভার্স যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় (২০২১) প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা নিরূপণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বক্তব্য রাখেন ইডব্লিউএমজিএল পরিচালক এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের উপ-পরিচালক মো. আক্তার হোসেন, সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির পরিচালক অদ্বৈত কুমার রায়, ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবিলিটি অ্যালায়েন্সের ওপিডি এনগেজমেন্ট অফিসার ও আইনজীবী রেজাউল করিম সিদ্দিকি, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, সিএসআইডির এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার জহিরুল আলম, প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর