শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সেই জাপানি মায়ের আরেক সন্তানকে হাজির করতে রিট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর জাপানে থাকা তৃতীয় সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। শিশুদের বাবা ইমরান শরীফ এ রিট দায়ের করেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন ইমরান শরীফের আইনজীবী ব্যারিস্টার কাজী মারুফুল আলম। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী ইমরান শরীফের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে গত ১৯ আগস্ট হাই কোর্টে রিট করেন জাপানি নারী নাকানো এরিকো। ওই দিন রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট দুই শিশুকে হাজির করতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর ২২ আগস্ট দুই শিশুকে বাবা ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের নির্দেশেই তাদের উইমেন সাপোর্ট সেন্টারে রাখা হয়। পরে দুই পক্ষের আইনজীবী শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ভিন্ন কোনো জায়গায় নিয়ে যেতে আদালতের কাছে আবেদন করেন।

আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গুলশানের একটি বাসায় বাবা-মাকে সময় ভাগ করে যৌথভাবে থাকার নির্দেশ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর