শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই

ভোটের আগেই ভোট

নিজস্ব প্রতিবেদক ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুরের ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম অডিটোরিয়ম হলরুম ভর্তি কাউন্সিলর। বাইরে উৎসবের আমেজ। স্লিপ নিয়ে কাউন্সিলরা অডিটোরিয়ামে প্রবেশ করছেন। ভিতরে-বাইরে চলছে ভোট প্রার্থনা। ভোট গ্রহণ করা হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্সে। আছে প্রিসাইডিং অফিসার, র‌্যাব, পুলিশও। এ আয়োজন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী করার জন্য। এ যেন ভোটের আগেই ভোট। গত দুই দিন ধরে এ অডিটোরিয়ামে চলছে ভোটগ্রহণ। আজ শুক্রবারও চলবে। গত বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন ও গণতান্ত্রিক চর্চা পৌঁছে দিতেই এ আয়োজন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে নতুন মডেল সৃষ্টি করতেই স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম সাহেব ব্যতিক্রম এ পদ্ধতি বেছে নিয়েছেন। এতে তৃণমূল নেতা-কর্মী তাদের মতামত দিয়ে আগামী দিনের নৌকার কান্ডারি মনোনীত করবেন।  উদ্বোধনী ভাষণে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেন, তৃণমূলে গণতন্ত্র সুসংগঠিত করতে এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এটি তারই প্রমাণ। শুধু ইউনিয়ন পরিষদই নয়, পর্যায়ক্রমে সব নির্বাচনে এমন পদ্ধতি প্রয়োগ করা হবে। প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়াকে আমরা সারা দেশের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি বলেন, তৃণমূল নেতা-কর্মীই আওয়ামী লীগের প্রাণ। আজকে আমি এমপি আপনাদের কারণেই। আজকে যারা ডায়াসে বসে আছেন তাদের এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা। কাজেই নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। ছবিযুক্ত ব্যালট বাক্স, ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা, পুরো উপজেলার ভোটারদের নাম ঠিকানা দিয়ে বই করা হয়েছে। এর নেপথ্যে ভূমিকা রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি।   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর