শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কবিয়ালের উদ্বোধনী মঞ্চায়ন ‘সুখ’

সাংস্কৃতিক প্রতিবেদক

কবিয়ালের উদ্বোধনী মঞ্চায়ন ‘সুখ’

শিল্পকলা একাডেমিতে কবিয়াল ট্রাস্ট তাদের প্রথম প্রযোজিত নাটক ‘সুখ’-এর দুটি মঞ্চায়ন করেছে। প্রদর্শনী দুটি ছিল প্রথম প্রযোজনার প্রথম ও দ্বিতীয় মঞ্চায়ন। গতকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। আবদেল মোনেম সেলিমের মূল গল্প অবলম্বনে ও তারিক আনামের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে দাম্পত্য কলহের নানা ধরনের অবনতির গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। কাহিনি অনুযায়ী ভিন্ন রুচির দুজন মানুষ স্বামী-স্ত্রী। রুচির এ ভিন্নতার কারণে তাদের সংসারে কলহ লেগেই থাকে। একজন টেলিভিশন দেখতে চান, আরেকজন তখন সিডি প্লেয়ারে গান শুনতে চান। একজন মাংস খেতে ভালোবাসেন, আরেকজন মাছ পছন্দ করেন। বিষয়টি একসময় প্রতিযোগিতায় রূপ নেয়। যখন দুজনের কেউই একে অন্যের পছন্দকে গুরুত্ব দেন না তখন সমস্যা প্রকট আকার ধারণ করে। সংসারের শান্তির জন্য যে ধরনের স্যাক্রিফাইস দরকার তার অভাবেই দিনে দিনে সম্পর্কের অবনতি ঘটে। ভুল বোঝাবুঝি ও পারস্পরিক সমঝোতার অভাবে সম্পর্কের মাঝখানে বাধা হয়ে ওঠে এক অদৃশ্য দেয়াল। পরস্পরের প্রতি প্রেম-শ্রদ্ধা-সহমর্মিতা না থাকায় একের কাছ থেকে অন্যকে বিচ্ছিন্ন করে দেয়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও সদ্য উত্তীর্ণ বেশ কয়েকজন শিক্ষার্থী।

২৪ অক্টোবর নাটক সরণি খ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটির তৃতীয় ও চতুর্থ প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর