শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মামলাশূন্য হচ্ছে রাজশাহীর দুই ট্রাইব্যুনাল

কাজী শাহেদ, রাজশাহী

দেশের আদালতগুলোতে যখন মামলার জট, তখন মামলাশূন্য রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে। বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য চলমান আছে মাত্র একটি মামলা। এ ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলার মধ্যে সাতটি মামলার কার্যক্রম স্থগিত আছে উচ্চ আদালতের নির্দেশে। ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি হোক এটি চান না আসামিপক্ষ। তারা উচ্চ আদালতের শরণাপন্ন হন। এ ট্রাইব্যুনালে গেজেটের মাধ্যমে মামলা আসে বিচারের জন্য। যাতে করে মামলার সংখ্যা কমই থাকে। গত ৯ আগস্ট থেকে রাজশাহীতে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়। এ আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা মাত্র ৪৩টি। আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারাধীন মামলার সংখ্যা বর্তমানে কম। তবে আগামীতে মামলার সংখ্যা বাড়তে পারে। জানা গেছে, বর্তমানে সারা দেশে মানব পাচারের ঘটনায় দায়ের প্রায় ৬ হাজারের বেশি মামলা বিচারাধীন আছে। এতদিন এসব মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল। এসব ট্রাইব্যুনালে মামলার চাপ বেশি থাকায় দীর্ঘায়িত হচ্ছিল মানব পাচার মামলার বিচার। নতুন এ ট্রাইব্যুনাল গঠনের ফলে মানব পাচার অপরাধের বিচার ত্বরান্বিত হবে বলেই মনে করছেন আইনজীবীরা।

আইনজীবীরা জানান, এ ট্রাইব্যুনালগুলোতে যেহেতু বিচারাধীন মামলার সংখ্যা তুলনামূলক কম, সে কারণে জেলার দায়রা মামলাগুলো বিচার নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রেরণ করা হলে জেলায় মামলার চাপ কিছুটা হলেও কমবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল, নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জননিরাপত্তা অপরাধ দমন আদালতে দায়রা ও বিশেষ ট্রাইব্যুনাল মামলার বিচার কার্যক্রম চলমান আছে। যেহেতু এ ট্রাইব্যুনাল দুটিতে বিচারাধীন মামলার সংখ্যা তুলনামূলক কম, সেক্ষেত্রে দায়রা মামলার কার্যক্রম স্থানান্তর করা হলে কিছুটা হলেও মামলা জট কমবে।

সর্বশেষ খবর