রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খালে বর্জ্য ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

-------- মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো আতিকুল ইসলাম বলেছেন, খালে বর্জ্য ফেললে সিসি ক্যামেরার মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রামচন্দ্রপুর খাল পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, খালটির দুই পাড়ের বেশ কয়েকটি ভবনে সেপটিক ট্যাংক কিংবা সোকওয়েল খুঁজে পাওয়া যায়নি। তাই সেপটিক ট্যাংকবিহীন ভবনগুলোয় আগামী ছয় মাসের মধ্যে কার্যকর সেপটিক ট্যাংক নিশ্চিত করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ড্রেন কিংবা খালে পতিত হওয়ায় জলাশয়ের পানিসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে। তিনি বলেন, খাল ময়লা-আবর্জনা-বর্জ্য নিক্ষেপের স্থান? নয়, এটি জলাধার। তাই কোনো সচেতন নাগরিক খাল কিংবা অন্য কোনো জলাশয়ে বর্জ্য নিক্ষেপ করতে পারে না। ডেভেলপার কোম্পানিগুলোকেও বিল্ডিং ডেভেলপ করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য?ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নভেম্বরের মধ্যেই সেনাবাহিনীর সহযোগিতায় ডিএনসিসি এলাকায় খালগুলোর সীমানা নির্ধারণ করা হবে। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতেই মোহাম্মদপুরে নকশাবহির্ভূত ভবনের অংশবিশেষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে রাস্তা থেকে উচ্ছেদ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর