শিরোনাম
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অপশাসন দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়ে : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসন দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সংহতি বিনষ্ট হয়। নৈতিক সক্ষমতা ভেঙে পড়ে।  গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত শ্রমিক নেতা ও  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ শাহজাহানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ স ম আবদুর রব বলেন, গত কয়েকদিনে প্রশাসনিক ও সামাজিক নিষ্ক্রিয়তা, ধর্মীয় সহিংসতা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় সামাজিক সম্প্রীতি ঝুঁকিতে পড়েছে। দেশের রাজনীতি ও শাসনব্যবস্থা অচল হয়ে পড়েছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, জাতীয় শ্রমিক জোট সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

আ স ম রব বলেন, গণতান্ত্রিক শক্তির অনুপস্থিতিতে যে কোনো ধরনের জাতীয় বা আন্তর্জাতিক সংকট মোকাবিলায় রাষ্ট্র অক্ষম বা অকার্যকর হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী অপশাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিও এখন চরম ঝুঁকিতে। গণতান্ত্রিক সুশাসনের অভাবে বাংলাদেশে সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় ঐক্যেও বন্ধন আলগা হয়ে যাচ্ছে। ধর্মীয় সহিংসতায় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। সর্বোপরি নৈরাজ্য বিস্তার লাভ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর