শিরোনাম
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ষড়যন্ত্র ও হামলার প্রতিবেদন প্রকাশ করতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষ জানতে চায় কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্র ও হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। গতকাল পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, পূজামন্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেন হামলার ঘটনা ঘটছে খতিয়ে দেখতে হবে। এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক জাপায় যোগদান করেন।

উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন, আহসান আদেলুর রহমান, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর