মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ডেন্টালে চান্স পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

ভর্তি পরীক্ষায় চান্স পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম আবু মুসা আসারী। এ সময় তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ভুয়া দুটি পরিচয়পত্র, একাধিক ভুয়া এনআইডি কার্ড ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের প্রবেশপত্রের কপি জব্দ করা হয়েছে। রবিবার রাতে পুরান ঢাকার নারিন্দায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ। গতকাল ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফ হোসেন জানান, এক ভুক্তভোগীর মেয়ে ১০ অক্টোবর ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ফল খারাপ করে। পরে  ১২ অক্টোবর মুসা আসারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।

 মুসা আসারী রোল নম্বর নিয়ে তাৎক্ষণিক চেক করে জানায়, যে তার মেয়ের পরীক্ষার রেজাল্ট ভালোই হয়েছে। মেয়ে সরকারিভাবে চান্স পেয়েছে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনিয়মের কারণে তাকে চান্স না দিয়ে অন্য কাউকে চান্স দেওয়া হয়েছে। তিনি যদি মেয়েকে ডেন্টালে চান্স পাওয়াতে চান তাহলে এখন ১০ লাখ টাকা দিতে হবে। ভুক্তভোগীর কাছে এত টাকা না থাকায় মুসা বলে ২ লাখ টাকা দিন বাকি টাকা ডেন্টালে ভর্তির পর দিলে হবে। পরে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মুসার সঙ্গে দেখা করে ২ লাখ টাকা দেন। এরপর আরও ১ লাখ টাকা দাবি করেন মুসা। তখন মুসার কথাবার্তা ভুক্তভোগীর সন্দেহজনক মনে হলে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অনুমান করেন। এ ঘটনায় ২৩ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর