বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রপ্তানির সময়সীমা বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৩ নভেম্বর পর্যন্ত রপ্তানি করা যাবে। গতকাল প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে (সিসিআইই) চিঠি পাঠিয়ে নতুন সময়সীমার কথা জানিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুর্গাপূজা শেষ হয়েছে ১৫ অক্টোবর। এর আগে ১০ অক্টোবর  পর্যন্ত ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া ছিল। সিসিআইইকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ,  কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করে। সে জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি  শেষ করতে পারেনি। ফলে অনুমোদন করা বাকি ইলিশ রপ্তানি করা যাবে।

সর্বশেষ খবর