বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুহিবুল্লাহ হত্যা মামলায় তিন রোহিঙ্গা রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেয়। এর আগে সোমবার উখিয়া থানা পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদরাসায় ছয় খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝিসহ আরও চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এজাহার নামীয় পাঁচজনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ড মঞ্জুর করা গ্রেফতার তিনজন রোহিঙ্গা হলো- কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আবদুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি-ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ।

এদিকে উখিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত গাজী সালাহউদ্দিন জানান, উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদরাসায় ছয় খুনের ঘটনায় সোমবার দিবাগত রাতে এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শফিউল্লাহকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভোর রাতে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ব্লক মাঝি ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো. হাশিম। এ নিয়ে এই মামলায় মোট ১৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর