বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এক দিন পর বড় উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

আগের দিন ব্যাপক দরপতন হয় শেয়ারবাজারে। পরের দিন অর্থাৎ গতকাল ফের ঘুরে দাঁড়িয়েছে, ১২০ পয়েন্ট সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশিরভাগ, ৩৪০ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। নানা গুজবের কারণে বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহের দ্বিতীয় দিনে সোমবার বড় ধরনের দরপতন হয়। দরপতনের কারণে আতঙ্কিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশও করেন। গতকাল ডিএসইতে দিনের  লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫ পয়েন্টে উঠে এসেছে। আগের দিন সূচকটি কমে ১২০ পয়েন্ট। ডিএসইতে লেনদেনে দাম কমে ২২টি কোম্পানির। ১৪টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা।

আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৮০ পয়সা বেড়ে দিনের শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর