বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মাঠ ঘোলা করতেই সহিংসতা হয়েছে : হাসানুল হক ইনু

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপির দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার পদত্যাগের প্রস্তাব মাঠে আসার পরই এবার সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে মন্তব্য করে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, এ ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা ছিল। এজন্য উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয় কর্মচারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়াটাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, দেশের ৩২ হাজার মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা হলেও ৫০টি এলাকায় হামলা প্রশাসন ঠেকাতে পারেনি। তবে হামলাকারীদের অনেককে গ্রেফতার করা হয়েছে। গতকাল স্বাধীনতার ৫০ বছর এবং জাসদের ৪৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ইনু। এর আগে তিনি সাতক্ষীরার সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় সহসভাপতি মো. সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি মশালমিছিলে নেতৃত্ব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর