বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ সেনাবাহিনী ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে বিএমসি চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানপাওয়ার অথরিটি) মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আল কাদরি ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদ গতকাল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি, ২০২১’ স্বাক্ষর করেন।

আইএসপিআর জানায়, চুক্তি স্বাক্ষরের আগে মঙ্গলবার কুয়েত সশস্ত্র বাহিনীর সফররত সহকারী চিফ অব স্টাফ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল আট দিনের সফরে ২১ অক্টোবর ঢাকায় আসে। সফর শেষে তারা আজ দেশে ফিরে যাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর