বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

লেনদেন শেষে সামান্য উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে সূচকের সামান্য উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে মাত্র ৬ পয়েন্ট। আগের দিন সূচক বৃদ্ধি পায় ১২০ পয়েন্ট। দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমেছে ১৬৬টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৭৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৫০ পয়সা কমে ১৬০ টাকা ৭০ পয়সা হয়েছে লেনদেন শেষে শেয়ার দর। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০৯ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দাম বেড়েছে। দাম কমেছে ১১২টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর