বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রামে ফ্লাইওভার

ফাটল নয়, ‘আন ফিনিশিং জয়েন্ট’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স ইন্টারন্যাশনাল এবং পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড কনসাইনমেন্টের (ডিপিএম) কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারের (এম এ মান্নান ফ্লাইওভার) আরাকান সড়কমুখী র‌্যাম্পের পিলারে ফাটল পাওয়া যায়নি। বাইরে থেকে দেখতে ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটলের মতো যেটি দেখা যাচ্ছে, সেটি ফাটল নয়, এটি মূলত ‘আন ফিনিশিং জয়েন্ট। তবে আরও অধিকতর নিশ্চিত হতে কারিগরি পরীক্ষা করা হবে। প্রয়োজনে ক্রেক হওয়া স্থানটি কেটে পিলারে ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা তাও দেখা হবে।’ গতকাল সকালে কর্মকর্তারা বহদ্দারহাট ফ্লাইওভার পরিদর্শন করে এসব তথ্য জানান।

পরে দুপুরে ম্যাক্স ইন্টারন্যাশনালের কন্সট্রাকশন সাইটে গণমাধ্যমের সঙ্গে কথা বলে পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড কনসাইনমেন্ট। পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক মো. শাহজাহান বলেন, ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটলের মতো যা দৃশ্যমান হচ্ছে সেটি ফাটল নয়। এটি ‘আন ফিনিশিং জয়েন্ট’। পিলার নির্মাণের সময় ধাপে ধাপে তৈরি করা হয়। একটি ধাপের কাজ শেষ করে অপর একটি ধাপের সংযোগ স্থলে কিছুটা কংক্রিট ও প্লাস্টার বের হয়ে আছে। যা দেখতে ফাটলের মতো দেখাচ্ছে।   

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর