শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের ৫৮তম সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের ৫৮তম সুদমুক্ত ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন গতকাল ৫৮তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক, বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন বাঞ্ছারামপুরের হতদরিদ্র মানুষের কল্যাণে। এর একটি মাত্র উদ্দেশ্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এ ঋণ শুধু মহিলাদের মধ্যে বিতরণ করা হয়, যা তারা হাঁস-মুরগি, গরু-ছাগল, শাকসবজি চাষসহ ৩২ প্রকার কাজে বিনিয়োগ করে খুবই উপকার পাচ্ছেন।

ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের মূল লক্ষ্য ক্ষুধামুক্ত সমাজ গড়া। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে আর বসুন্ধরা ফাউন্ডেশন কাজ করছে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করে। এ ঋণের শর্ত হচ্ছে, এ ঋণ দিয়ে অবৈধ কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান সাহেবের মতো রত্নসন্তান বাঞ্ছারামপুরে জন্মগ্রহণ করেছেন বলেই হতদরিদ্ররা এ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, আপনারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাঁর সহধর্মিণী এবং পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে দোয়া করবেন। তিনি আরও বলেন, ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সরাসরি তত্ত¡ বধানে নিয়মিত ঋণ দিয়ে যাচ্ছি। এ ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুর উপজেলায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পাশের উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে। শুরুতে ৫ হাজার করে দিলেও বর্তমানে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এ ঋণ দেওয়ার উদ্দেশ্য একটাই, দেশের মানুষকে অভাবমুক্ত করা। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বসুন্ধরা গ্রুপ বাঞ্ছারামপুর শাখার উপপ্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়র হোসেন প্রমুখ। পরে ৫৭০ হতদরিদ্রের মধ্যে নগদ ৭০ লাখ টাকা বিতরণ করা হয়। আইয়ুবপুর গ্রামের হনুফা বেগম (৫০) বলেন, ‘এ ঋণের টেহা দিয়া আমার জামাই বাঁশ কিন্না মাছের ডুলা আর জুকনি বানাইয়া বাজারে বিক্রি করেছে, আমাদের অনেক লাভ হইছে। আল্লার কাছে বসুন্ধরার হগলের লাইগা দোয়া করি।’ দুর্গারামপুর গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, ‘এ টাকা দিয়ে একটি সেলাই মেশিন কিনে সেলাই কাজের অর্থ দিয়ে পড়াশোনার খরচ চালাই। পাশাপাশি মায়ের সংসারে সহযোগিতা করি। তাই বসুন্ধরার সবার জন্য দোয়া করি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর