শিরোনাম
শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খুলনায় বিদ্রোহীদের চাপে কোণঠাসা নৌকার প্রার্থীরা!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিদ্রোহীদের চাপে কোণঠাসা নৌকার প্রার্থীরা!

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনায় বিদ্রোহী প্রার্থীর বাধার মুখে প্রচার-প্রচারণায় কোণঠাসা হয়ে পড়েছেন নৌকা প্রার্থীরা। এর মধ্যে ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নে ভোট চেয়ে নৌকার পোস্টার লাগাতে বাধাদানের অভিযোগ উঠেছে। গতকাল ইউনিয়নের বকুলতলা গ্রামে নৌকার প্রার্থী হিমাংশু বিশ্বাসের নির্বাচনী পোস্টার লাগাতে গেলে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দের সমর্থকরা বাধা দেন। এ ছাড়া তেরখাদার সদর ইউনিয়নে নৌকার প্রার্থী এফ এম অহিদুজ্জামানকে মাদকের পৃষ্ঠপোষক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী, স্থানীয় যুবলীগ নেতা শেখ শামীম হাসান। খুলনা, ডুমুরিয়া ও বটিয়াঘাটার আরও কয়েকটি ইউনিয়নে একই ধরনের ঘটনা ঘটছে।

জানা যায়, দলীয় বিদ্রোহী প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় থাকায় ২০ সেপ্টেম্বর প্রথম দফা নির্বাচনে খুলনার ৩৪ ইউনিয়নের মধ্যে ১২টি হাতছাড়া হয়েছে আওয়ামী লীগের। এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় ১১ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করলেও তারা নির্বাচনের মাঠ ছাড়েননি। এবারে দ্বিতীয় দফা ইউপি ভোটে খুলনার ২৫টি ইউনিয়নের সব কটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হেফজুর রহমান নৌকা প্রতীক না পেয়ে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আফরোজা খানম (মিতা)। তার বিরুদ্ধে হেফজুর রহমান ছাড়াও দলীয় অঙ্গসংগঠনের নেতা মেহেদী হাসান বিপ্লব প্রার্থী হয়েছেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, দলীয় কোনো কোনো শীর্ষ নেতা পেছন থেকে ইন্ধন দেওয়ায় বিদ্রোহী প্রার্থীরা এসব করছেন।

এ বিষয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর