শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের স্থানীয় দৈনিক ‘সবুজ সিলেট’র সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন হয়েছে। গতকাল সদরের বাসিয়া সেতুর ওপর ‘সবুজ সিলেট পাঠক ফোরাম’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সবুজ সিলেট দুর্নীতি-অনিয়ম ও অবহেলিত মানুষের না বলা কথা প্রকাশ করে সুনাম অর্জন করেছে। একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন প্রতিবেদক। স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবিলম্বে  সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের সভাপতি শামসুল ইসলাম মুমিন এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু। আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্‌বায়ক আলতাব হোসেন, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, যায়যায়দিনের প্রতিনিধি কামাল মুন্না, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল, সিলেটের বাণীর প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক নবোদয়ের প্রতিনিধি আবুল কাশেম, আজকের পত্রিকার প্রতিনিধি জামাল মিয়া, সংবাদকর্মী আহমদ আলী হিরন, সংগঠক হোসাইন আহমদ শাহিন, শাহজাহান, ঝলক আচার্য্য, এনজিও কর্মী মুক্তা রানী দেব, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সালাম মুন্না, সদস্য ফয়ছল আহমদ, নাদিম আহমদ, সুহেল আহমদ, শরিফ আহমদ প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর