শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার জাল, পুলিশসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার জাল করে পুলিশ সুপার বরাবরে ফ্যাক্স পাঠানোর অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় এক ডিবি পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে সদর কোতোয়ালি থানায়  মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বাক্ষরিত একটি ডিও লেটার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়। ওই ডিও লেটারটি খতিয়ে দেখা হলে তা জাল প্রমাণিত হয়। তাৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার। এরপর পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর উপ-শহর ও মিঠাপুকুর উপজেলা থেকে তাকে মোসাদ্দেক ও আল-আমিন নামে দু’জনকে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মাসুদ রানাসহ আরও ১ জনকে আটক করা হয়। সারাদিন জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের থানায় পাঠানো হয়। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন,  রংপুর শহরতলি ও মিঠাপুকুরের একটি গ্রাম থেকে প্রথমে দুজনকে আটক করা হয়েছে। এরপর এক পুলিশ সদস্যসহ আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর