শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ফ্লাইওভারে ফাটল

নিরপেক্ষ তদন্তে চুয়েট সওজকে চসিকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল সৃষ্টির বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ নিয়ে চসিক গতকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) উপযুক্ত প্রতিনিধির নাম দিতে একটি চিঠি দিয়েছে। এ দুই সংস্থার অভিজ্ঞ প্রতিনিধি তদন্ত করবে ফ্লাইওভারের ফাটলের বিষয়টি। প্রসঙ্গত, সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ফাটল মনে করে চান্দগাঁও থানা-পুলিশ আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকেই চান্দগাঁও মুখী র‌্যাম্প দিয়ে যানবাহন চলাচল বন্ধ আছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, আমরা গতকাল চুয়েট ও সওজের কাছে চিঠি দিয়েছি। এরপর তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর