শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বরিশালে সনাকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ- এই স্লোগান নিয়ে বরিশালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোড অশি^নী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সনাকের সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, আনোয়ার জাহিদ, শুভংকর চক্রবর্তীসহ অন্যান্যরা। এ ছাড়া একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সুধী সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচার করতে হবে। আগামীতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ছাড়াও মানববন্ধনে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণে ছয়টি সুপারিশ উপস্থাপন করেন নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর